জাতীয় শোক দিবস উপলক্ষে সিদীপ ভবনে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিদীপ মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে ১৪ আগস্ট বিকেল সাড়ে তিনটায় সিদীপ ভবনের সম্মেলনকক্ষে বঙ্গবন্ধু স্মরণে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস এ আহাদ এবং পরিচালক (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) জনাব এ কে এম হাবিব উল্লাহ আজাদসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন। এরপর বঙ্গবন্ধুর স্মরণে কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের স্মৃতিচারণ করে সারগর্ভ আলোচনা করেন সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান  ভূঁইয়া। তিনি এই দিনটিতে বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন। সব শেষে বঙ্গবন্ধু এবং এদিন যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।