আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে সিদীপ

৯ ডিসেম্বর, ২০২১ ছিল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন সারাদেশে ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন’ স্লোগানে সারাদেশে মানববন্ধন  আয়োজন করে এবং সিদীপ তার কর্ম-এলাকায় এসব র‌্যালিতে স্বতঃপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করে। ঢাকার খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পিকেএসএফ আয়োজিত মানববন্ধন এ অংশ নেন সিদীপের প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ। ব্রাহ্মণবাড়িয়া সদরের মানববন্ধনে  সিদীপের পক্ষ থেকে অংশ নেন জনাব এ কে এম হাবিব উল্লাহ আজাদ (পরিচালক, মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) এবং জনাব মো, ইব্রাহিম মিঞা (ডেপুটি জেনারেল ম্যানেজার, এইচআর অ্যান্ড ওডি); চাঁদপুর সদরে বাবু নারায়ণ চন্দ্র ঘোষ (ডিস্ট্রিক্ট ম্যানেজার); শাহরাস্তিতে জনাব হুমায়ুন কবির (এরিয়া ম্যানেজার); নাঙ্গলকোটে জনাব মোহাম্মদ খুরশিদ আলম (এরিয়া ম্যানেজার); নোয়াখালী সদরের সোনাইমুড়িতে জনাব মোহাম্মদ ইসহাক আলী (এরিয়া ম্যানেজার); নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনাব অমলেন্দু শর্মা (ডিস্ট্রিক্ট ম্যানেজার) এবং অন্যান্য এলাকার মানববন্ধনেও সিদীপ পরিবারের সদস্যগণ অংশ নেন।