প্রতি বছরের মত এবারও জানুয়ারিতে সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ১৯টি জেলায় যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, পিঠা মেলা, প্রবীণ সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয়েছে তার চিত্র ও বর্ণনা-সম্ভার নিয়ে প্রকাশিত হচ্ছে শিক্ষালোকের এই নতুন সংখ্যাটি।
ফেব্রুয়ারি আমাদের ভাষার জন্য গৌরবময় লড়াইয়ের ও বিজয়ের মাস। এবার আমরা বাংলাভাষায় ও বাংলাদেশে বিজ্ঞান চর্চায় নিবেদিত-প্রাণ কয়েকজন মহান ব্যক্তিত্বকে স্মরণ করেছি। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর লেখা ‘অব্যক্ত’ গ্রন্থটি নিয়ে আলোচনার মধ্য দিয়ে লেখক বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেছেন। আমাদের বিশ্বখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলামকে নিয়ে লেখাটির মধ্য দিয়ে তাঁর বিপুল মহত্বের কিছুদিক তুলে ধরা হয়েছে। ১৬ মার্চ তাঁর মৃত্যুদিবস উপলক্ষ্যে আমাদের এ শ্রদ্ধার্ঘ্য। তিনি আমাদের দেশের বিজ্ঞানশিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার উৎস ও আলোকবর্তিকা হয়ে উঠুন- এই আমাদের কামনা।
৮ মার্চ বিশ্ব নারী দিবসকে আরো অর্থবহ করে তোলা প্রয়োজন। আমাদের শিক্ষা সহায়তা কর্মসূচিতে আড়াই হাজারের বেশি যে শিক্ষিকা ও শিক্ষা সুপারভাইজার কাজ করছেন তারা সবাই নারী। আমাদের সংস্থায় বিশ্ব নারী দিবসের গুরুত্ব তাই অনেক। এবারকার দ্বিতীয় লেখাটিতে একইসঙ্গে বিজ্ঞানশিক্ষা ও নারী অধিকারের গুরুত্ব প্রকাশ পেয়েছে।
শিক্ষালোকের এ স্বল্প কলেবরে তাই অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। ভাল লাগবে আশা করি। To Download PDF Click Here