January 2020 Training/Meeting/Orientation Plan
January 6, 2020
Training Performance Report (January-2020)
February 3, 2020

শিক্ষালোক বুলেটিন অক্টোবর-ডিসেম্বর ২০১৯

আমাদের শিক্ষা বিষয়ক বুলেটিন শিক্ষালোকের চলতি সংখ্যায় সর্বস্তরে মানসম্মত শিক্ষার ওপর জোর দেয়া হয়েছে। বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদানের আকাঙ্খা ও তার বাস্তব রূপায়ণের একটি উপায়ও ব্যক্ত হয়েছে প্রম লেখাটিতে। আমাদের দেশে প্রাথমিক শিক্ষার আনুভ‚মিক প্রসার হচ্ছে, এতে সন্দেহ নেই। মান বৃদ্ধির জন্যও নানরাকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে ও হচ্ছে। স্কুলগুলোতে দুপুরের খাবার সরবরাহ বিদ্যালয়ে উপস্থিতি ও পড়ালেখার মান বৃদ্ধিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে আমাদের ধারণা। তারপরও সবার জন্য মানসম্মত শিক্ষার লক্ষ্য অর্জনে আমাদের যেতে হবে অনেক দূর।শিক্ষা বিষয়ক এসব ভাবনা ছাড়াও চলতি সংখ্যায় আছে পিকেএসএফ আয়োজিত উনড়বয়ন মেলা-২০১৯-এর কথা।

To Download PDF  Click Here

 

Leave a Reply