February 2020 Training/Meeting/Orientation Plan
February 3, 2020
Training Performance Report (February-2020)
March 5, 2020

শিক্ষালোক লেখক-শিল্পী সম্মিলন ২০২০

সিদীপ প্রধান কার্যালয়ে তৃতীয় বারের মতো শিক্ষালোক লেখক-শিল্পী সম্মিলন আয়োজিত হয় ১৫ ফেব্রুয়ারি ২০২০। এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম, বার্ড-কুমিল্লার প্রাক্তন মহাপরিচালক ফজলুল বারি, লেখক ও গবেষক শাহজাহান ভুঁইয়া, লেখক ও গবেষক সালেহা বেগম, লেখক ও সমাজকর্মী সিরাজুদ দাহার খান, কবি সৈকত হাবিব, ভাস্কর বিপ্লব দত্ত এবং আরও অনেকে। সবশেষে নেমান রবিনের  Blossoms From Ash প্রামাণ্যচিত্রটি অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

   

Leave a Reply