December 2018 Training Plan
December 5, 2018
Employment Opportunity
December 12, 2018

সিদীপ প্রধান কার্যালয়ে সঞ্চয় ও ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

 

সিদীপ, প্রধান কার্যালয়ে ডিসেম্বর, ২০১৮ মাসের ০৪-০৫ তাং “সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনা” বিষয়ের উপর দুই দিনব্যাপী ফিল্ড অফিসারদের (এফও) প্রশিক্ষণ করানো হয়। এই প্রশিক্ষণের শুরুতে প্রি-টেস্ট ও প্রশিক্ষণ শেষে পোস্ট-টেস্ট এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মূল্যায়ণ করা হয়। এই প্রশিক্ষণ কোর্সের কোর্স-কোর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আবুল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (ট্রেনিং) এবং কোর্সটি পরিচালনা করেন জনাব শান্ত কুমার দাস, সহকারী মহাব্যবস্থাপক (ক্রেডিট প্রোগ্রাম), জনাব মোঃ আবুল হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (ট্রেনিং), জনাব আবু খালেদ, ম্যানেজার (ক্রেডিট প্রোগ্রাম) ও ম্যানেজার (মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট)।

উক্ত প্রশিক্ষণে সংস্থার মোট ২৮টি এরিয়ার মধ্যে ২০টি এরিয়ার ২০ জন ফিল্ড অফিসার (এফও) অংশগ্রহণ করেন। এদের সকলের চাকুরীর বয়স আড়াই থেকে সর্বোচ্চ ১২ মাস। এরা সকলেই স্ব-স্ব ব্রাঞ্চে সমিতির দায়িত্ব পালন করছে। এই প্রশিক্ষণ কোর্সে মূলত: নতুন সমিতি গঠণের জন্য জরিপ ও সদস্য ভর্তির নিয়ম, সমিতির নিয়মশৃংখলা, দলনেত্রী ও সভানেত্রীর কাজ, সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়, সকল প্রকার সঞ্চয় জমা, ফেরত ও উত্তোলনের নিয়ম, প্যাকেজ প্রোগ্রাম, খসড়া ঋণ প্রস্তাবনা, সঠিক ঋণী নির্বাচন ও ঋণের পরিমাণ নির্ধারণ, এমই ঋণের প্রোফাইল তৈরী, সকল প্রকার ঋণ বিতরণ ও আদায় পদ্ধতি, ক্ষুদ্রঝুঁকি ও সদস্য কল্যাণ তহবিল, খেলাপী ঋণসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।

 

Leave a Reply