শোকের মাসে নানা আয়োজনে সিদীপের জাতির জনককে সশ্রদ্ধ স্মরণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) মাসব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে তাঁকে স্মরণ করছে। শোকের মাস আগস্টের প্রথম দিন থেকেই সিদীপের প্রধান কার্যালয় এবং শাখা অফিসসমূহে জাতীয় পতাকা অর্নমিত রাখা হয়েছে। সিদীপের সকল কর্মী কালো ব্যাজ ধারণ করেছেন। ১৪ আগস্ট সংস্থার নির্বাহী পরিচালকের উপস্থিতিতে বঙ্গবন্ধুর স্মরণে কবিতা পাঠ, আলোচনা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ১৫ আগস্ট সিদীপের নির্বাহী পরিচালক এবং অন্যরা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। মাঠ পর্যায়ের সকল শাপখার কর্মীগণ ব্রাঞ্চ ম্যানেজারের নেতৃত্বে স্থানীয় প্রশাসন নির্দেশিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শাখা অফিসসমূহে এদিন আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এদিন সিদীপের প্রধান কার্যালয় থেকে দুস্থ, দরিদ্র ও এতিমদের মানবিক সহায়তা এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।মাসব্যাপী  সিদীপের সব শাখায় বৃক্ষরোপণ করা হয় এবং কর্ম-এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য উপকরণ এবং চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।