শেখ রাসেল দিবসে সিদীপ

শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন, দোয়া ও আলোচনা সভা

১৮ অক্টোবর, ২০২২ ছিল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। এদিন সিদীপের প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের শাখাগুলোতে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালন করা হয়। বিকেল সাড়ে তিনটায় সিদীপের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ায়  সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান; সিদীপের নির্বাহী পরিচালক; পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স); পরিচালক (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) এবং প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এসিস্ট্যান্ট ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পাবলিকেশন)। প্রথমে শেখ রাসেলের জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান। এরপর শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সিদীপের মহাব্যবস্থাপক (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)।

সিদীপের প্রতিটি শাখার কর্মীগণ স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নেন এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া সিদীপের সব শাখা অফিসে শেখ রাসেলের জীবনের ওপর আলোচনা ও দোয়া পরিচালিত হয়।