উৎপাদন সহকারী

Vacancy

2

Job Context

  • `সিদীপ`২৮ বছর যাবৎ আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে আসছে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, মাদারীপুর, ফরিদপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, হবিগঞ্জ ও রাজবাড়ী জেলায় কাজ করছে।
  • পিকেএসএফ এর PACE প্রকল্পের আওতায় নিরাপদ পদ্ধতিতে উৎপাদিত কাঁঠাল ও অন্যান্য ফল শুস্ককরণ ও বাজারজাতকরণে প্রক্রিয়াজাতকরন কারখানায় ফলমূল ও শাকসব্জি প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদনে কাজ করার জন্য গ্রামীণ পরিবেশে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করার মানসিকতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে বর্ণিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Job Responsibilities

  • যথাযথ কর্মপন্থার মাধ্যমে উৎপাদন নিশ্চিত করা;
  • উৎপাদন কর্মকর্তাকে প্রয়োজন অনুযায়ী তার সকল কাজে সহায়তা করা;
  • দৈনিক উৎপাদন সময়সূচী অনুযায়ী উৎপাদন পরিচালনা করা;
  • তাজা ফল ও সবজির সঠিক পরীক্ষা, বাছাই এবং গ্রেডিং নিশ্চিত করা;
  • প্রয়োজনীয় খোসা ছাড়ানো, কোরিং, টুকরো টুকরো করা এবং সবজির ব্লাঞ্চিং করা;
  • ফলমূল এবং শাকসব্জি ডিহাইড্রেটিং, ভাজা, এবং হিমায়িত করার প্রক্রিয়া নিশ্চিত করা;
  • ফলমূল জীবাণুমুক্তকরণ এবং পানি শীতল করার প্রক্রিয়াগুলি নিশ্চিত করা;
  • ফিলিং, সিলিং এবং মোড়কজাত করার প্রক্রিয়া সম্পন্ন করা;
  • প্রতিদিন মেশিন/সরঞ্জাম পরিস্কার পরিচ্ছন্ন নিশ্চিত করা। ডিপ ক্লিনিং নির্দ্দিষ্ট সময়ে করা;
  • উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি পর্যায় সুষ্ঠুভাবে সম্পাদন করা। প্রতিটি উৎপাদন প্রক্রিয়ার রেকর্ড রাখা এবং যথাযথ স্টোরেজের জন্য প্রস্তুত করা;
  • উৎপাদন সরঞ্জাম জীবাণুমুক্ত এবং উৎপাদন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা;
  • প্রক্রিয়াকরণ এবং স্যানিটেশনের জন্য ফলমূল, শাকসব্জি হ্যান্ডলিং প্রক্রিয়া এবং প্রবিধান অনুসরণ ও নিশ্চিত করা এবং কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত অন্যান্য প্রয়োজনীয় দায়িত্ব পালন করা।

Employment Status

       Full-time, Contractual

Educational Requirements

  • এস এস সি বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা।
  • একটি ফল্মুল এবং শাকসব্জি প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানে কম পক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা।
  • ফলমূল এবং শাকসব্জি প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদন বিষয়ে ডিপ্লোমাধারী হলে অতিরিক্ত অভিজ্ঞতা বিবেচিত হবেন।

Experience Requirements

  • At least 1 year(s)

Additional Requirements

  • Age 22 to 35 years
  • বাংলায় মৌখিক যোগাযোগের দক্ষতা;
  • কর্ম অভিজ্ঞতা , মেশিন পরিচালনার উপর দক্ষতা থাকা জরুরী;
  • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
  • অভিজ্ঞ প্রার্থী হলে প্রযোজ্য ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য।

Job Location

       ঢাকা (আশুলিয়া)

Salary

  • Tk. 15000 (Monthly)

Compensation & Other Benefits

  • সংস্থার নিয়ম অনুযায়ী।

 

Read Before Apply

আগ্রহী প্রার্থীগণকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গীন ছবি, মোবাইল নম্বরসহ আবেদন ও জীবন-বৃত্তান্ত সময়সীমার মধ্যে "বিভাগীয় প্রধান, মানবসম্পদ বিভাগ" বরাবরে বর্ণিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।
খামের উপর পদের নাম লিখতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে
নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ'র জন্য ডাকা হবে, এ জন্যে কোনো প্রকার টি.এ/ ডি.এ প্রযোজ্য হবে না।
উল্লেখ থাকে যে, ইন্টারভিউ'র সময় পরীক্ষা পাশের মূল সনদপত্র সহ অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে) দেখাতে হবে ।

*Photograph must be enclosed with the resume.

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস - সিদীপ
সিদীপ ভবন,
হাউজ # ১৭, রোড # ১৩, পিসিকালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, আদাবর, ঢাকা।
ভিজিট করুন: www.cdipbd.org

Application Deadline : 2 Feb 2023