সিদীপে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২১

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গৃহীত অন্যান্য কর্মসূচির পাশাপাশি সিদীপ তার অসচ্ছল সদস্যগণের সন্তানদের জন্য “বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি” প্রদানের কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির “বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি নীতিমালা ২০২০”-এর আলোকে সংস্থা ১৫ জন উচ্চ শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের জন্য মনোনীত করে। ২৩ ফেব্রæয়ারি ২০২১ দুপুরে সিদীপের প্রধান কার্যালয়ে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়।
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমআরএ-র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব  মোঃ ফসিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিডিএফ-এর নির্বাহী পরিচালক জনাব আব্দুল আউয়াল ও এমআরএ-র সহকারি পরিচালক (পিএস টু ইভিসি) জনাব সৈয়দ আশিক ইমতিয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদীপের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া। 
বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করেন সিদীপের জিএম (মানবসম্পদ বিভাগ) বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ লুৎফর রহমান। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত ১৫ জন উচ্চশিক্ষার্থীর প্রত্যেকের হাতে বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব  মোঃ ফসিউল্লাহ। 
ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত প্রত্যাশী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুশিক্ষার্থী কর্তৃক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।