সিদীপ ভবনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা-গল্প-কবিতা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিদীপ পরিবারের সকল সদস্যের জন্য আয়োজন করা হয়েছিল 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা, গল্প ও কবিতা প্রতিযোগিতা। ৮ নভেম্বর, ২০২১ বিকেল সাড়ে তিনটায় সিদীপ ভবনের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সিদীপ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এ অনুষ্ঠানে অংশ নেন। আলমগীর খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া। প্রথমেই সভাপতি তার স্বাগত বক্তব্য রাখেন। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস এ আহাদ এবং অনুষ্ঠানের সভাপতি।  রচনা প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন পুবাইল শাখার শিক্ষা সুপারভাইজার বিউটি ইয়াসমিন, গল্পে মদনপুর-২ শাখার মো. শাহপরান চৌধুরী এবং কবিতায় জামশা শাখার মনসুর আলম মিন্টু। পুরস্কার বিতরণ শেষে বঙ্গবন্ধুর ওপর রচিত কবিতা আবৃত্তি করেন মিঠুন দেব এবং মনজুর শামস। পুরস্কারপ্রাপ্ত বিউটি ইয়াসমিন একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি শেষ হয় প্রধান কার্যালয়ের নূরুন নাহার নিশি, আফরিন হোসাইন ফারিতা, জাহিদুল ইসলাম পলাশ ও মিটুন দেবের পরিবেশনায় 'শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি’ গানটির মাধ্যমে।