সিদীপে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশুদিবস উদযাপিত

সিদীপের প্রধান কার্যালয় এবং শাখা অফিসগুলোতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সিদীপের শাখা অফিসসমূহে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের সময় নামানো হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সিদীপকর্মিগণ স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। দিবসটি উপলক্ষে সিদীপের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে ১৬ মার্চ বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয় আলোচনাসভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

   

প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন আলমগীর খান। বঙ্গবন্ধুর জীবন ও অনুকরণীয় আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা,  সিদীপের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেন্স) জনাব এস এ আহাদ, এজিএম ও ডিজিটাইজেশনপ্রধান অমিত কুমার রায়, মার্কেটিং অফিসার রূপম মজুমদার, জুনিয়র অফিসার মিঠুন চন্দ্র দেব এবং সিনিয়র অফিসার (রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন) মনজুর কাদের আজাদ। এরপর কেক কেটে বিতরণ করা হয়। এ পর্বের পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বঙ্গবন্ধু ও শিশুদের ওপর গান ও কবিতা আবৃত্তি করেন মো. অভিব ইকবাল, তাওহিদুর রহমান, নূরুন্নাহার নিশি, মিঠুন চন্দ্র দেব ও মনজুর কাদের আজাদ।

শাখা অফিসে  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন এর কিছু স্থিরচিত্রঃ 

    

.