ব্রাঞ্চ হিসাবরক্ষক
-
Vacancy: 24
-
Age: At most 35 years
-
Location: Anywhere in Bangladesh
-
Salary: Tk. 24500 - 32380 (Monthly)
-
Published: 28 Aug 2025
-
Application Deadline: 10 Sep 2025
Requirements
Education
- Master of Commerce (MCom) in Accounting
- Master of Business Studies (MBS) in Accounting
- Master of Business Administration (MBA) in Accounting
- এমবিএ/এমকম/এমবিএস/সমমান
Additional Requirements
- Age At most 35 years
-
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং অগ্রাধিকার দেয়া হবে।
Responsibilities & Context
`সিদীপ` ১৯৯৫ সাল থেকে আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনে কাজ করে আসছে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, মাদারীপুর, ফরিদপুর, শরিয়তপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, হবিগঞ্জ ও রাজবাড়ী জেলায় কাজ করছে।
-
সিদীপ-এর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে গ্রামীণ পরিবেশে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করার মানসিকতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে বর্ণিত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
হিসাবরক্ষকদের দায়িত্ব ও কর্তব্য
১. প্রতিদিন আজকের আদায় ও ডি-নোট রেজিস্টার অনুযায়ী টাকা বুঝে নিয়ে স্বাক্ষর করবেন।
২. ঋণ বিতরণ ও সঞ্চয় ফেরতের টাকা বান্ডিল করে বিতরণে বিএম-কে সহায়তা করবেন।
৩. প্রতিদিন ব্যাংকিং-এর কাজে বিএম-কে সহযোগিতা করবেন।
৪. ঋণ বিতরণ, সঞ্চয় ফেরত (আংশিক/পূর্ণ) এবং ক্ষুদ্রঝুঁকি ও সদস্য কল্যাণ তহবিল ফেরতের আবেদনে স্বাক্ষর করে টপশীট প্রস্তুত ও ভাউচারের সাথে সাপোর্টিং হিসাবে সংরক্ষণ করবেন।
৫. দৈনিক কালেকশনশীট মোতাবেক আজকের আদায় ও ডি-নোট রেজিস্টার অনুযায়ী আদায়কৃত টাকা অটোমেশনে ৩.১০ এর সাথে মিলকরণ করবেন।
৬. ব্রাঞ্চের সকল ফাইল ও কাঁচা রেজিস্টার নিজ দায়িত্বে সংরক্ষণ ও আপডেট করবেন।
৭. অটোমেশনে এআইএস এন্ট্রি নিশ্চিত করে এমআইএস এর সাথে মিলিয়ে প্রতিদিন হালনাগাদ রাখবেন।
৮. ব্রাঞ্চের সাপ্তাহিক প্রতিবেদন যাচাই ও ব্রাঞ্চ প্রতিবেদন প্রিন্ট করে লেজারের সাথে মিলকরণ করবেন।
৯. ব্রাঞ্চের সকল হিসাবরক্ষণ কাজে বিএম ও কর্মীদেরকে সহযোগিতা করবেন।
১০. মাসিক প্রতিবেদন তৈরী করবেন (যা বিএম যাচাই করে অনুমোদন স্বাক্ষর প্রদান করবেন)।
১১. সকল রেজিস্টারে দৈনিক/সাপ্তাহিক ও মাসিক জের টানবেন।
১২. ত্রৈমাসিক ব্যালেন্স চেকিং-এ কর্মীদেরকে সহযোগিতা করবেন
১৩. কর্মী কর্তৃক কালেকশনশীট ওপেনিং এবং ক্লোজিং করার পর স্থিতি যাচাই করে স্বাক্ষর করবেন।
১৪. প্রতিদিন আদায়যোগ্য তথ্যবোর্ড লিখাসহ ব্রাঞ্চের তথ্য বোর্ডের যাবতীয় তথ্য হালনাগাদ রাখবেন।
১৫. ব্রাঞ্চের বেতনশীট প্রস্তুত করবেন।
১৬. উপযুক্ত বিল ছাড়া কোন প্রকার লেনদেন করবেন না।
১৭. হাতে নগদের টাকা সঠিকভাবে সংরক্ষণ করবেন।
১৮. রেমিটেন্স প্রদানে সহযোগিতা করবেন।
১৯. ব্রাঞ্চে কোন অনিয়ম হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন, যেমন। মিথ্যা হাতে নগদ, মিথ্যা আদায়, ভুয়া ঋণ বিতরণ, মিথ্যা সঞ্চয় ফেরত, ব্যাংক জমা ও উত্তোলন কম-বেশি ইত্যাদি অনিয়মের জন্য ব্রাঞ্চ ম্যানেজারের পাশাপাশি ব্রাঞ্চ হিসাবরক্ষকও সমানভাবে দায়ী হবেন।
২০. প্যাকেজ প্রোগ্রাম বাস্তবায়ন নিশ্চিত করে বিএম-কে লেনদেনে সহযোগিতা করবেন।
২১. সকল লেনদেনের কাগজপত্র প্রস্তুত করে বিএম-এর টেবিলে জমা দিবেন।
২২. সকল প্রকার স্টক রেজিস্টার হালনাগাদ রাখবেন।
২৩. স্থায়ী সম্পদ ও অবচয় রেজিস্টার হালনাগাদ রাখবেন।
২৪. স্থায়ী সম্পদের সম্পদ চিহ্নিতকরণ নম্বর হালনাগাদ রাখবেন।
২৫. ইনভেন্টরী সফটওয়্যারের মাধ্যমে স্থায়ী সম্পদ হালনাগাদ করবেন।
২৬. অফিসে যে কোন (মাসিক/সাপ্তাহিক/অগ্রিম) কিস্তি প্রদানের জন্য সদস্য আসলে তার পাশবই ও রেজিস্টারে এন্ট্রি দিয়ে স্বাক্ষর করবেন। অতপর সংশ্লিষ্ট কর্মী ও ব্রাঞ্চ ম্যানেজারকে অবহিত করে ক্যাশ বুঝিয়ে দিবেন।
Skills & Expertise
Accounting
Compensation & Other Benefits
প্রশিক্ষণকালীন এক মাস ১৭,০০০/- টাকা, শিক্ষানবিসকালে (প্রশিক্ষণকালীন ১ মাস সহ ৬ মাস) সর্বসাকুল্যে ২৪,৫০০/- টাকা, স্থায়ীকরণের পর মোট ৩২,৩৮০/- টাকা। বেতন ভাতার বাইরে ১,০০০/- টাকা মোটর সাইকেল জ্বালানী ভাতা, ৫০০/- টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবেন (ব্যবহার সাপেক্ষে)। এছাড়াও-
-
সাপ্তাহিক ছুটি দুই দিন;
-
প্রভিডেন্ট ফান্ড;
-
গ্র্যাচুইটি;
-
মূল্যায়ণভিত্তিক বার্ষিক ইনক্রিমেন্ট;
-
বছরে ২টি উৎসব ভাতা;
-
বৈশাখী ভাতা;
-
বাৎসরিক মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ বোনাস (প্রযোজ্য ক্ষেত্রে).
-
চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে `মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল` হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা;
-
সংস্থার নিয়ম মোতাবেক মোটর সাইকেল ঋণ (সুদবিহীন) সুবিধা;
-
ছুটির বিনিময়ে আর্থিক সুবিধা এবং সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
Workplace
Work at office
Employment Status
Full Time
Job Location
Anywhere in Bangladesh
Read Before Apply
আগ্রহী প্রার্থীগণকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গীন ছবি, মোবাইল নম্বরসহ আবেদন ও জীবন-বৃত্তান্ত সময়সীমার মধ্যে "চিফ পিপল অফিসার" বরাবরে নিম্নে বর্ণিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।
-
খামের উপর পদের নাম লিখতে হবে।
-
জীবন বৃত্তান্তে অবশ্যই পিতা ও মাতার নাম, জন্ম তারিখ ও পূণাঙ্গ বয়স (আবেদন এর শেষতারিখে), অভিজ্ঞতার সময়সীমা, অভিজ্ঞতার সর্বমোট বছর (যদি থাকে) এবং ই-মেইল আইডি উল্লেখ করতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ`র জন্য ডাকা হবে, এ জন্যে কোনো প্রকার টি.এ/ ডি.এ প্রযোজ্য হবে না।
-
উল্লেখ থাকে যে, ইন্টারভিউ`র সময় পরীক্ষা পাশের মূল সনদপত্র সহ অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে) দেখাতে হবে।
-
নিয়োগপত্র গ্রহণের সময় জামানত হিসেবে ৫,০০০/- টাকা জমা দিতে হবে যা লভ্যাংশসহ ফেরতযোগ্য।
-
বি: দ্র:- প্রার্থীর নিজ যোগ্যতায় চাকরি বিবেচনা করা হবে, যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
Apply Procedure
Hard Copy
আবেদন পাঠানোর ঠিকানা:-
চীফ পিপল আফিসার
সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)
বাড়ী নং ২২/৯, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।