বিনম্র শ্রদ্ধায় সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
২২ আগস্ট ছিল সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পারিচালক জনাব মোহাম্মদ ইয়াহিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এদিন সিদীপের প্রধান কার্যালয় এবংমাঠ পর্যায়ের সব শাখার সকল কর্মকর্তা-কর্মচারী বিনম্র শ্রদ্ধায় তাদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালককে স্মরণ করেন। এ উপলক্ষে প্রধান কার্যালয়ে একটি মাদ্রাসার মাধ্যমে কোরান খতম করা হয় এবং সকাল সাড়ে দশটায় মিরপুর বুদ্ধিজীবী কবরাস্থানে সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভূঁইয়া, নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এসএ আহাদসহ সিদীপের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ তাঁর কবর জিয়ারত করেন। বিকেল সাড়ে তিনটায় সিদীপ ভবনের সম্মেলনকক্ষে তাঁর স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি, আলোচনা এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদাসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এতে উপস্থিত ছিলেন। সিদীপ পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল বারি, ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভূঁইয়া, সদস্য ফাহমিদা করিম এবং অডিট-প্রধান ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম মরহুম মোহাম্মদ ইয়াহিয়ার স্মৃতিচারণ করে আলোচনা করেন। আলোচনা শেষে দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা হাবিবুর রহমান। এদিন শাখা অফিসসমূহে তাঁর স্মৃতিচারণমূলক আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাগফেরাত ও দোয়া করা হয় এবং প্রতিটি শাখায় একটি করে ফলজ বৃক্ষ রোপণ করা হয়।