সিদীপের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২৯ সেপ্টেম্বর, ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেসের (সিদীপ) ২৭তম বার্ষিক সাধারণ সভা। সিদীপ ভবনের সম্মেলনকক্ষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ সভা শুরু হয়। সিদীপ পরিচালনা পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যগণ এবং সিদীপের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ এ সভায় অংশ নেন। পরিচালনা পরিষদ ও সাধারণ পরিষদের যে সদস্যগণ সশরীরে অংশ নিতে পারেননি তারা অনলাইনে এ সভায় অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ইন্টারন্যাশনালের সিওও জনাব মো. এনামুল হক এবং ব্যুরো বাংলাদেশের পরিচালক (অর্থ) জনাব মোশাররফ হোসেন। সিদীপ পরিচালনা পরিষদের সভাপতি জনাব ফজলুল বারির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। সভার কার্যক্রম শুরুর আগে বিগত অর্থবছরে প্রয়াত সিদীপ পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিদীপের জেনারেল ম্য্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জনাব এ. কে. এম. শামসুর রহমান। এরপর সিদীপ পরিচালনা পরিষদের সভাপতি জনাব ফজলুল বারি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু করেন।
সভার শুরুতে সর্বসম্মতিক্রমে সিদীপের ২৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এরপর সিদীপের জেনারেল ম্য্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জনাব এ. কে. এম. শামসুর রহমান সংশোধিত বাজেট উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা সিদীপের বার্ষিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। সাধারণ পরিষদের নতুন পাঁচ সদস্যের পরিচয় তুলে ধরে তিনি তাদের সিদীপ পরিবারে স্বাগত জানান। তিনি সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির প্রথম প্রজন্মের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপলাইড ম্যাথমেটিক্সে সম্মান শেষবর্ষে অধ্যয়নরত মো. সাজ্জাদুল ইসলাম শাওনকে উপস্থিত করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলে সবাই সমাজে সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির অবদান প্রত্যক্ষ করে মুগ্ধ হন।
এ পর্বশেষে অডিটকারী প্রতিষ্ঠান এস কে বড়ুয়া অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে ২০২১-২০২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করা হলে এটি অনুমোদিত হয়। এরপর এরপর সিদীপের জেনারেল ম্য্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জনাব এ. কে. এম. শামসুর রহমান ২০২২-২০২৩ অর্থবছরের জন্য চার হাজার তিন শ দুই কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন, যার ভেতরে রয়েছে ৪০টি নতুন শাখা গঠন, ১ হাজার ৮৫ টি নতুন সমিতি গঠনসহ আরো অনেক উন্নয়ন প্রয়াস। পরিচালনা পরিষদ ও সাধারণ পরিষদের বেশ কয়েকজন সদস্য ছাড়াও দুজন অতিথি এর ওপর গঠনমূলক আলোচনা করেন। এরপর সবার সম্মতিক্রমে এ বাজেট প্রস্তাব অনুমোদিত হয়। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে পরিচালনা পরিষদের সভাপতি জনাব ফজলুল বারি তার সমাপনী বক্তব্য শেষে ২৭তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।