নগদ-এর সঙ্গে সিদীপের চুক্তি সই
October 20, 2022
মাঠ পর্যায়ে সঞ্চয় ও ঋণ পরিশোধ কার্যক্রম আরো সহজ ও গতিশীল করার লক্ষ্যে সিদীপ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান নগদ-এর সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হয়েছে। ২০ অক্টোবর নগদ-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সিদীপের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন সিদীপের নির্বাহী পরিচালক। এ সময় এই দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।