সিদীপের নির্বাহী পরিচালকের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সৌজন্য সফর
October 22, 2022
১৬ অক্টোবর সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা এবং পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেশন্স) জনাব এস. এ. আহাদ (এফসিএমএ) বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) সফর করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সিদীপের নির্বাহী পরিচালক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সিদীপের বার্ষিক প্রতিবেদন এবং সিদীপ প্রকাশনা শিক্ষালোক বুলেটিন তুলে দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সঙ্গে আলাপকালে তিনি সিদীপের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মাঠ পর্যায়ে প্রন্তিক জনগোষ্ঠীকে অর্থায়নের প্রক্রিয়া তুলে ধরেন। এ ছাড়াও ক্ষুদ্র অর্থায়নের নানা বিষয়ে তারা মতবিনিময় করেন।