সদস্যদের স্মার্টফোন সুবিধা দিতে ভিভোর সঙ্গে সিদীপের চুক্তি স্বাক্ষর
November 03, 2022
মাঠ পর্যায়ের সিদীপ সদস্যদের স্মার্টফোন সুবিধা দিতে সম্প্রতি সিদীপ স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে । সিদীপের সদস্যগণ এখন থেকে তাদের স্মার্টফোন স্বপ্ন পূরণে এই চুক্তির সুবিধা ভোগ করবেন। গত ০২ নভেম্বর এ ব্যাপারে ভিভো বাংলাদেশ ও সিদীপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে সারাদেশের সিদীপ সদস্যগণ নির্দিষ্ট কিস্তিতে ভিভো স্মার্টফোনে কিনতে পারবেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।