সিদীপ ভবনে মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারের ওপর অভিজ্ঞতা, মতবিনিময়, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শজনে ও তালগাছ চাষ সম্প্রসারণের ওপর কর্মশালা
November 04, 2022
৩ নভেম্বর সিদীপ ভবনের সম্মেলনকক্ষে দিনব্যাপী মোহাম্মদ ইয়াহিয়া মুক্ত পাঠাগারের ওপর অভিজ্ঞতা, মতবিনিময়, আলোচনা; শজনে ও তালগাছ চাষ সম্প্রসারণের ওপর দিকনির্দেশনা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা সুপারভাইজারদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির ২২ জন শিক্ষা সুপারভাইজার এতে অংশ নেন। মুক্ত পাঠাগার বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা সুপারভাইজারদের হাতে পুরস্কার তুলে দেন সিদীপ পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল বারি, ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া, সদস্য জনাব সালেহা বেগম, সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা এবং সিদীপের র্শীষ কর্মকর্তাগণ। শজনে ও তালগাছ চাষ সম্প্রসাণের ওপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন ড. আমিন উদ্দিন মৃধা। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালন করেন আলমগীর খান।