বিকাশ এখন সিদীপের উন্নয়ন সহযাত্রী
November 24, 2022
সিদীপ তার উন্নয়নযাত্রায় অবিরাম যোগ করে চলেছে নতুন মাত্রা। অগ্রযাত্রার বহুমুখী প্রয়াস গতিশীল ও অব্যাহত রেখে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় উদ্যোগ নেয়া হয়েছে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরো প্রাণিত ও গতিশীল করার। সেই লক্ষ্যে ২৪ নভেম্বর, ২০২২ সিদীপ ব্র্যাক ব্যাংক লিমিটেডের সহযোগী আর্থিক প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে সিদীপ-এর সকল শাখায় এই সেবা প্রদান কার্যক্রম শুরু হবে। এতে সিদীপের ক্ষুদ্রঋণ কার্ক্রমের সমিতি সদস্যগণ তাদের মাসিক সঞ্চয় ও ঋণের কিস্তি বিনা খরচে মোবাইলে ডিজিটাল লেনদেনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।