বিজয়ের মাসে সিদীপের বিজয়োৎসব

*বিজয় দিবস টেবিল টেনিস টুর্নামেন্ট *বিজয় দিবস উপলক্ষে মোহাম্মদ ইয়াহিয়া মুক্ত পাঠাগারে বই উপহার * আলোচনা সভা * সাংস্কৃতিক অনুষ্ঠান * স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালায় অংশগ্রহণ * পুর্ষ্পাঘ্য নিবেদন । 

বিজয় দিবস উপলক্ষে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকাটসেস (সিদীপ) বিজয়োৎসব। বিজয়ের মাসেজুড়ে অনুষ্ঠিত এই বিজয় উৎসবে ছিল বিজয় দিবস টেবিল টেনিস টুর্নামেন্ট , বিজয় দিবস উপলক্ষে মোহাম্মদ ইয়হিয়া মুক্তপাঠাগারে বই উপহার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালায় অংশগ্রহণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ্য নিবেদন। বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় সিদীপ ভবনের সম্মেলনকক্ষে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সিদীপ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা একটি সভায় যোগ দিতে অফিসের বাইরে থাকায় অনলাইনে অংশ নেন এবং স্বাগত বক্তব্য রাখেন। এ সভা পরিচালনা করেন সিদীপের পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেন্স) জনাব এস এ আহাদ। বিজয় দিবসের মূল আলোচনা করেন সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া। এরপর শিলালিপি প্রকাশনের পক্ষ থেকে মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারকে ১৫০টি বই উপহার দিয়ে বক্তব্য রাখেন মৃদ্রণ সংস্থা আইআরসি’র স্বত্বধিকারী জনাব জাহিদ সুমন।

তার বক্তব্য শেষে টেবিলে টেনিস প্রতিযোগিতার বিজয়ীদে হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং উপস্থিত সবাই তা প্রাণ ভরে উপভোগ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন জনাব আলমগীর হোসেন খান। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের পরপরই প্রধান কার্যালয় এবং সিদীপের সব শাখা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শাখা অফিসের কর্মিগণ স্থানীয় প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানমালায় অংশ নেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ্য নিবেদন করেন।

এর আগে বিজয় দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর সিদীপের ডিজিটাইজেশন বিভাগের পক্ষ থেকে মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারকে ৭১ টি বই উপহার দেয়া হয়। নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদার হাতে উপহারের এই বইগুলো তুলে দেন ডিজিটাইজেশন বিভাগের প্রধান বাবু অমিত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন সিদীপের প্রয়াত প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মহোদয়ের সহধর্মিণী জনাব নাঈমা খাতুন, আমেরিকা প্রবাসী সমাজকর্মী জনাব রফিকুল ইসলাম তার স্ত্রী এবং এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের সদস্যগণ।

বিজয় দিবস উপলক্ষে সিদীপ প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় টেবিল টেনিস টুর্নামেন্ট। টুর্নামেন্টে সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদাসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ফাইনাল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ডা. আইদিদ হাসান মো. ইকবাল হোসেন এবং রানারআপ হয়েছেন এস.এম শাহরিয়ার সতেজ চাকমা