সিদীপকর্মীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা ও এককালীন বৃত্তি প্রদান

 

সিদীপ বরাবরই কর্মীদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহিত করে থাকে। সিদীপ মনে করে এই সংস্থার সকল কর্মীর সন্তানই সিদীপের সন্তান। তাদের দেশের সম্পদে পরিণত করার তাগিদ থেকেই সংস্থার নীতিমাল অনুযায়ী কর্মীদের মেধাবী সন্তানদের এককালীন বৃত্তি প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় ১৮ ডিসেম্বর বিকেল তিনটায় সিদীপ ভবনের সম্মেলনকক্ষে এ বছর এসএসসি পরীক্ষায় ভালো ফল করা সিদীপকর্মীদের মনোনীত সন্তানদের সংবর্ধনা এবং এককালীন বৃত্তি প্রদান করা হয়। সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা স্বাগত বক্তব্য রেখে এই মেধাবী সন্তানদের কল্যাণ কামনা করে আশা প্রকাশ করেন ভবিষ্যতে তারা পরিবার, সিদীপ ও দেশের মুখ উজ্জ্বল করবে।

পরে এই মেধাবী শিক্ষার্থী এবং তাদের মা-বাবার হাতে বৃত্তি ও ক্রেস্ট তুলে দেন নির্বাহী পরিচালক, পরিচালক (ফিন্যান্স অ্যান্ড অপারেন্স) এবং এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের সদস্যগণ। এককালীন বৃত্তি ও ক্রেস্টপ্রাপ্ত এই মেধাবী শিক্ষার্থীরা হচ্ছেন : উল্লাপাড়ার অডিট অফিসার মো. আবুল কালাম আজাদ খাঁনের কন্যা আফরোজা ইমি; জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) এ. কে. এম শামসুর রহমানের কন্যা আফরা নাওয়ার; গোপালদী শাখার ফিল্ড অফিসার মো. এমদাদুল হক তালুকদারের পুত্র  মো. নুরেন তালুকদার; সোনারগাঁও জোনের ডিস্ট্রিক্ট ম্যানেজার মুহাম্মদ ইসহাক আলীর কন্যা ইসরাত জাহান ইমু; সিংড়া শাখার ফিল্ড অফিসার মো. মজনুল হকের পুত্র মো.আল মোছাব্বির ইসলাম মোহন; জিনসার শাখার ফিল্ড অফিসার মো. শফিউল আলমের কন্যা তানজিলা আলম জেরিন; রূপসদী শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিজন কান্তি ঘরামীর কন্যা প্রকৃতি সিকদার; কালিয়াকৈর শাখার ফিল্ড অফিসার মো. শাহ আলমের পুত্র মো. ইসতিয়াক আহমেদ তারেক এবং মুন্সীগঞ্জ-১ শাখার ব্রাঞ্চ ম্যানেজার গৌতম কুমার মণ্ডলের কন্যা পাম্মি মণ্ডল।