সিদীপ ভবনে সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়ার ম্যুরাল উদ্বোধন
২২ জানুয়ারি, ২০২৩ সকাল ১১টায় সিদীপ ভবনে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেসের (সিদীপ) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম মোহাম্মদ ইয়াহিয়ার ম্যুরাল উদ্বোধন করা হয়। সিদীপ ভবনের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিকে ম্যুরালটি উদ্বোধন করেন মরহুম মোহাম্মদ ইয়াহিয়ার সহধর্মিণী জনাব নাঈমা খাতুন, সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া এবং সিদীপ পরিচালনা পরিষদের সদস্য জনাব মাসুদা বানু ফারুক রত্না। ম্যুরালটি নির্মাণ করেন শিল্পী রুপাই সোহাগ। এই নির্মাণকর্মের সার্বিক তত্ত্বাবধানে ছিল গণযোগাযোগ সংস্থা আইআরসি। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আইআরসি’র কর্ণধার জাহিদ সুমন জানান ম্যুরালটিতে জনাব মোহাম্মদ ইয়াহিয়ার চারিত্র্যমহিমা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তিনি চাইতেন বাংলাদেশের কোনো মানুষ নিরক্ষর থাকবে না। ‘কোনো গাঁয়ে কোনো ঘর/ কেউ রবে না নিরক্ষর’ : এই অভূতপূর্ব বোধ থেকেই তিনি বাংলাদেশের শিশুশিক্ষায় যোগ করেছেন এক অভিনব অধ্যায়। স্বাগত বক্তব্যে সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা শৈল্পিক সুষমামণ্ডিত ম্যুরালটি নির্মাণের জন্য আইআরসির কর্ণধার জাহিদ সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ম্যুরালটি উদ্বোধন শেষে সিদীপের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের মাহাত্ম্য তুলে ধরে বক্তব্য রাখেন। সবশেষে মরহুম মোহাম্মদ ইয়াহিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।