ডাটাসফটের সঙ্গে সিদীপের সেবা নবায়নের চুক্তি স্বাক্ষর
০২ ফেব্রুয়ারি সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্রাকটিসেস (সিদীপ) ডাটাসফটের সঙ্গে মাইক্রোফিন৩৬০ এসএমএস সার্ভিস সংক্রান্ত সেবা নবায়নের জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা সিদীপ প্রতিষ্ঠার পর প্রাথমিক পর্যায় থেকেই ডাটাসফট-এর সেবা গ্রহণ করে আসছে। দুই সংস্থার শীর্ষ কর্মকর্তাগণ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিদীপ দেশব্যাপী তার শাখাসমূহের মাধ্যমে গ্রাহকদের দোরে এই এসএমএস সেবা পৌঁছে দেবে। উল্লেখ্য ডাটা সফট এ পর্যন্ত ৪৫টি মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনের সঙ্গে এ ধরনের এসএমএস সার্ভিসসংক্রান্ত চুক্তি করেছে।
এই চুক্তির ফলে এখন থেকে সিদীপের ৩ লাখেরও বেশি ঋণী সদস্য ঋণ ও সঞ্চয় সংক্রান্ত সকল ধরনের লেনদেনের তথ্য এসএমএসএর মাধ্যমে তাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। এতে সিদীপের ঋণকার্যক্রম আরো আধুনিক ও গতিশীল হবে ৷