সিদীপ ভবনে পিঠা উৎসব

দেশের অন্যতম শীর্ষ উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) বরাবরই বাঙালি লোকজ সংস্কৃতি ও উৎসবকে উৎসাহিত করে থাকে। তারই ধারাবাহিকতায় ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, সিদীপ প্রধান কার্যালয় সিদীপ ভবনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে সকাল ১১ টায় এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উৎসব উদ্বোধন করেন সিদীপের পরিচালক ( ফাইন্যান্স অ্যান্ড ডিজিটাইজেশন) জনাব এস.আব্দুল আহাদ , এই সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক প্রোগ্রাম  এ,কে,এম হাবিব উল্লাহ আজাদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  ! উৎসবে সিদীপের প্রধান কার্যালয়ের কর্মীরা পিঠা বানিয়ে নিয়ে আসেন এবং সবাই মিলে একসাথে পিঠা খাওয়া পর্ব শেষ করেন। পরবর্তীতে সিদীপ সাংস্কৃতিক দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। নাচ, গান, কবিতা আবৃত্তিতে মুখরিত হয় সিদীপ কার্যালয়। সবশেষে ছিল নারী কর্মীদের অংশগ্রহণে পিলো পাসিং খেলা। পুরস্কার বিতরণী সমাপনী অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা সকলের সম্মিলিত এই উদ্যোগকে সাধুবাদ জানান।