সিদীপ কর্মকর্তাদের জন্য এমআরএ’র প্রশিক্ষণ
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ সিদীপের প্রধান কার্যালয়ে এই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ‘ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে এক প্রশিক্ষণের ব্যবস্থা করে। এই প্রশিক্ষণে কর্মকর্তাদের এমআরএ আইন ও বিধি, সিটিজেন চার্টার, শুদ্ধাচার ব্যবস্থাপনা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
সকাল ৯টা ১০ মিনিটে শুরু হওয়া দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মো. ফসিউল্লাহ্। বক্তব্য রাখেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। এমআরএ’র পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করেন জনাব নূরে আলম মেহেদী, পরিচালক, এমআরএ; জনাব প্রদীপ কুমার ঘোষ, উপপরিচালক, এমআরএ; জনাব জিনাত আমান বন্যা, উপপরিচালক, এমআরএ, মোঃ সাহিদুল হাসান, উপপরিচালক, এমআরএ এবং জনাব সুমন চাকমা, সিনিয়র সহকারী পরিচালক, এমআরএ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।