সিদীপের এখন ২০১টি শাখা

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ক্রমাগত অবদান রেখে চলেছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)। ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ আরো ২০টি নতুন শাখার কার্যক্রম শুরু করে সিদীপ তার কর্মক্ষেত্রের পরিধি আরো বাড়িয়ে নিয়েছে। সারাদেশে সিদীপের এখন ২০১টি শাখা।

সিদীপের শীর্ষ কর্মকর্তাগণ এই ২০টি নতুন শাখা উদ্বোধন করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যাংক ম্যানেজার এবং ঋণগ্রহীতারা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা জোনের ডেমরা শাখার উদ্বোধন করেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিদীপের পরিচালক (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) জনাব এ. কে. এম. হাবিব উল্লাহ্ আজাদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিদীপের এই ২০টি নতুন শাখা হচ্ছে : মাদারীপুর জোনের ঘরিষার বাজার, জাঁজিরা, ভাঙ্গা, সালথা, সাহেবরামপুর ও কালকিনি; পাবনা জোনের এনায়েতপুর, কড্ডা, ঈশ্বরদী, আতাইকুলা, ধানুয়াঘাটা; রাজশাহী জোনের আত্রাই, আবাদপুকুর, দুর্গাপুর, বানেশ্বর, রহনপুর; কুমিল্লা জোনের রামমোহন; ব্রাহ্মণবাড়িয়া জোনের আখাউড়া ও আশুগঞ্জ এবং সোনারগাঁও জোনের ডেমরা।