সিদীপে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) যথাযথ মর্যাদায় পালন করেছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বেলা ২টা ৩০ মিনিটে সিদীপের প্রধান কার্যালয় ‘সিদীপ ভবন’-এর সম্মেলনকক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সিদীপের নির্বাহী পরিচালকসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন।

পরদিন ২১ ফেব্রুয়ারি ভোরে নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদার নেতৃত্বে সিদীপের একটি প্রতিনিধি দল জাতীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এদিন সূর্যোদয়ের সময় সিদীপের প্রধান কার্যালয় এবং সব শাখা অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের সময় তা নামানো হয়। সিদীপের সব শাখা অফিসের কর্মিগণ ব্রাঞ্চ ম্যানেজারের নেতৃত্বে স্থানীয় প্রশাসন নির্ধারিত শহিদ মিনারে পুষ্পস্তবক নিবেদন করেন। শাখাগুলোতে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এবং শাখা অফিসের সিদীপকর্মিগণ স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশ নেন।