আন্তর্জাতিক নারী দিবসে সিদীপে নানা আয়োজন
সারা বিশ্বে প্রতি বছর ০৮ মার্চ অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হয় বিশ্ব নারী দিবস। আন্তর্জাতিকভাবে এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে DigitALL : Innovation and technology for gender equality । ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন / জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। দিবসটি সামনে রেখে সিদীপ তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে। এ উপলক্ষে সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা সিদীপের সকল কর্মীর উদ্দেশে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বাণী প্রদান করেন।
০৫ মার্চ বেলা ১১টায় সিদীপ ভবনের সম্মেলনকক্ষে ‘মুক্তকথন’ নামে একটি ফোরামের আয়োজন করা হয়, যেখানে সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদার উপস্থিতিতে সিদীপ প্রধান কার্যালয়ের সকল নারীকর্মী সশরীরে এবং মাঠ পর্যায়ের সব জোনের নারী প্রতিনিধিগণ অংশ নেন। এই মুক্তকথনে সিদীপের নারী কর্মিগণ কর্মক্ষেত্রে তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন এবং সিদীপের নির্বাহী পরিচালক তা নিরসনের আশ্বাস দেন। ০৬ জুন আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়ে নারী সহকর্মীদের সচেতন করে তোলার লক্ষ্যে মাঠ পর্যায়ের নারীকর্মীদের জন্য দুটি ব্যাচে জুমে ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ০৭ মার্চ বিকেল সাড়ে তিনটায় সিদীপ ভবনের সম্মেলনকক্ষে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর এক সমাবেশ আয়োজন করা হয়। সিদীপের নির্বাহী পরিচালক জুমে এতে অংশ নেন। নারী দিবসের তাৎপর্য তুলে ধরে এ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিদীপের পরিচালক ( ফিন্যান্স অ্যান্ড ডিজিটাইজেশন ) জনাব এস এ আহাদ। এরপর স্লাইড শো-এর মাধ্যমে নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ব্যাখ্যা এবং এর তাৎপর্য তুলে ধরেন জনাব ফারহানা ইয়াসমিন (ম্যানেজার, ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট)।
এরপর দুটি ছোট নাটিকার মাধ্যমে কর্মক্ষেত্রে উত্ত্যক্তকরণ ও নারীকর্মিগণকে নিগ্রহের চিত্র ফুটিয়ে তোলা হয়। এরপর সকল নারী ও পুরুষকর্মী মিলে আলোকচিত্র গ্রহণ করা হয়। এদিন সিদীপের মাঠ পর্যায়ে শাখা ব্যবস্থাপকগণ নারী সহকর্মীদের উদ্দেশে দিবসটির প্রতিপাদ্য এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সংস্থা-নির্ধারিত পদক্ষেপ বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষা সুপারভাইজারগণ শিক্ষিকাগণকে সমবেত করে দিবসটির প্রতিপাদ্য ব্যাখ্যা করেন।