সিদীপ ও কে. এম. দস্তুর অ্যান্ড কোম্পানি লিমিটেড (ইউ. কে.) সমঝোতা স্মারক স্বাক্ষরিত
গত ১২ মার্চ যুক্তরাজ্যের কে. এম. দস্তুর অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ)। এই সমঝোতা স্মারকের মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিদীপ এবং কে. এম. দস্তুর অ্যান্ড কোম্পানি লিমিটেড (ইউ. কে ) সিদীপের কৃষি ও পশুসম্পদ খাতের সদস্যদের জন্য একটি নির্ভরযোগ্য বীমা পলিসি ডেভেলপমেন্টে যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে সিদীপের এই সদস্যগণ খুব অল্প খরচে তার সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন।
সিদীপ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সদস্যদের সম্পদ সুরক্ষাকে র্সবোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। কৃষিনির্ভর বাংলাদেশে সিদীপ একদিকে যেমন কৃষি ও পশুসম্পদ খাতে জামানতমুক্ত ঋণ প্রদান করছে তেমনি কোনো কারণে যদি সদস্যের প্রকল্প বিনষ্ট হয় বা প্রাণহানী ঘটে তা হলে তার পরিবার যাতে আর্থিক ক্ষতির সম্মুখীন না নয় তা নিশ্চিত করতে কাজ করছে। সম্প্রতি জলবায়ু পরিবর্তন ফসলের ওপর অত্যন্ত বিরূপ প্রভাব ফেলছে এবং গবাদিপশুর উৎপাদনশীলতা হ্রাস করছ। জলবায়ুর পরিবর্তনের ফলে অঞ্চলভেদে সেচের মাধ্যমে আবাদকৃত ফসলরে উৎপাদন হ্রাস পাচ্ছে। এইসব প্রতিবন্ধকতা দূর করতে এই সমঝোতা স্মারক নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের এই অনুষ্ঠানে উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।