সিদীপে ইফতার ও দোয়া মাহফিল
প্রতিবছর পবিত্র মাহে রমজান উপলক্ষে সিদীপের সব শাখা ও প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এবারও সিদীপের সব শাখায় রমজান মাসের সুবিধাজনক একটি দিনে এ আয়োজন চলছে। এরই ধারাবাজিকতায় ০৫ এপ্রিল, ২০২৩ সিদীপের প্রধান কার্যালয় সিদীপ ভবনে ইফিতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিদীপ পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল বারি, সদস্য জনাব শামা রুখ আলম, সদস্য অধ্যাপক মাজেদা হুসেইন চৌধুরী, সদস্য জনাব মাসুদা বানু ফারুক রত্না, সদস্য জনাব ফাহমিদা করিম, সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, পরিচালক- ফিন্যান্স অ্যান্ড ডিজিটাইজেশন জনাব এস. এ. আহাদ, পরিচালক-প্রোগ্রাম জনাব এ. কে. এম. হাবিব উল্লাহ্ আজাদসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন।
ইফতারের আগে সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম মোহাম্মদ ইয়াহিয়ার রুহের মাগফেরাত কামনা করে এবং সিদীপ ও সিদীপ পরিবারের সকল সদস্যের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে দোয়া করা হয়। এরপর ইফতারের সময় হলে সবাই ইফতার করেন।
০৫ এপ্রিল চারিগ্রাম শাখাতেও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।