আশুলিয়ায় সিদীপের নির্বাহী পরিচালকের প্রকল্প পরিদর্শন
গত ৩০ এপ্রিল সিদীপের শীর্ষ কর্মকর্তাগণ আশুলিয়ায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং এই প্রকল্পসমূহের সার্বিক উন্নতিতে দিকনির্দেশনা প্রদান করেন। নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদার নেতৃত্বে এ পরিদর্শনে অংশ নেন সিদীপের পরিচালক-প্রোগ্রাম জনাব এ. কে. এম. হাবিব উল্লাহ্ আজাদ, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব এইচআর অ্যান্ড ওডি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জনাব মো. ইব্রাহিম মিয়া, গাজীপু জোনের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব আশরাফুল হক এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তা।
প্রথমেই তারা দোসাইদ গ্রামে সিদীপ সদস্য ফারজানা আক্তার বৃষ্টি ও তার স্বামী রাজু দেওয়ানের সোনালি মাছের অ্যাকুরিয়াম প্রকল্প পরিদর্শন করেন এবং কিছু দিকনির্দেশনা দেন। এরপর তিনি তাদের বায়ো ফ্লক প্রকল্প পরিদর্শন করেন। এরপর তিনি মধ্য চারাবাগ গ্রামে সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষাকেন্দ্রটির শিক্ষিকা আসমা আক্তারকে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে কিছু পরামর্শ দেন।
এরপর তিনি শাপলা হাউজিং মহিলা সমিতির সদস্য আকি খন্দকার ও তার স্বামী মো. রোকনুজ্জামানের সোয়েটার কারখানা পরিদর্শন করে বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কারখানাটির মানোন্নয়নে কিছু পরামর্শ দেন।