অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং এমআরএ-এর ইভিসি মহোদয়ের সিদীপের বিভিন্ন প্রকল্প পরিদর্শন

০৩ জুন, ২০২৩ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্ সিদীপের আশুলিয়া শাখার বিভিন্ন প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি এবং মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার পরিদর্শন করেন। এমআরএ-এর নির্বাহী পরিচালক ( সাপোর্ট সার্ভিস) মুহাম্মদ মাজেদুল হক, এমআরএ-এর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ এবং সিআইবি ম্যানেজমেন্ট শাখা) মো. নূরে আলম মেহেদী এবং এমআরএ-এর সিনিয়র সহকারী পরিচালক (পিএস টু ইভিসি) সৈয়দ আশিক ইমতিয়াজ এ সময় তাদের সঙ্গে ছিলেন। সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা তাদের প্রকল্পগুলো ঘুরে দেখান এবং এগুলোর সার্বিক দিক তুলে ধরেন।

সকাল ১০ টায় তারা সিদীপের আশুলিয়া শাখায় এসে পৌছলে সিদীপের নির্বাহী পরিচালক পুষ্পস্তবক দিয়ে তাদের স্বাগত জানান। এ সময় শিক্ষা সহায়তা কর্মসূচির শিশুরা অতিথিদের তাদের আঁকা বাঁধাইকৃত চিত্রকর্ম উপহার দেন। প্রথমে অতিথিরা সিদীপ ভ্যালু চেইন প্রকল্প পরিদর্শন করেন। এরপর তারা গ্রিন অ্যাগ্রো ফিশারিজ দেখতে যান। শাখা অফিসে ফিরে এলে তাদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়। পরে তারা শাখা অফিসে শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষার্থী ও শিক্ষিকাদের কার্যক্রম এবং তাদের পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। এরপর তারা শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং ফটোশেসনে অংশ নেন। সবশেষে তারা দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজে স্থাপিত মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার পরিদর্শন করে অভিনব এই পাঠাগার আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন।