সিদীপের সমিতি ও প্রকল্প পরিদর্শনে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক নমিতা হালদার
১৪ জুন, ২০২৩ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি ঢাকার আশুলিয়ায় সিদীপের কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সিদীপের শিক্ষা সহায়তা কর্সূচির শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সবশেষে তিনি দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজে স্থাপিত মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার পরিদর্শন করেন। এই সফরকালে পিকেএসএফ-এর দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার সঙ্গে ছিলেন। ঢাকা থেকে সকাল নয়টায় তিনি সিদীপের আশুলিয়া শাখার কর্ম-এলাকায় বেলমা গ্রামের বেলমা মহিলা সমিতি পরিদর্শন করেন এবং সেখানকার সমিতি সদস্যদের নানামুখী কর্মতৎপরতার খোঁজখবর নেন। সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা সঙ্গে থেকে তাকে সমিতি এবং প্রকল্পসমূহ সম্পর্কে ধারণা দেন। সমিতি থেকে ড. নমিতা হালদার গ্রিন অ্যাগ্রো ফিশারিজ দেখতে যান। সেখান থেকে যান বায়োফ্লক প্রকল্প দেখতে। এরপর তিনি সিদীপের আশুলিয়া শাখায় গিয়ে পৌঁছলে সিদীপ শিক্ষাকেন্দ্রের দশজন শিশু নিজেদের আঁকা ছবি উপহার দিয়ে তাকে স্বাগত জানায়। শাখায় গিয়ে তিনি সিদীপের ভ্যালু চেইন প্রোজেক্ট দেখেন এবং এ সম্পর্কে খোঁজ-খবর নেন। এরপর তিনি শিক্ষা সহায়তা কর্মসূচির শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং মুগ্ধ হয়ে নিজের শৈশবের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে তিনি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং ফটো সেশন অংশ নেন। এই উদ্ভাবনী সৃজনশীল উদ্যোগের তিনি ভূয়সী প্রশংসা করেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান।