মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার ও প্রয়াস পাঠাগারের উদ্যোগে কাশীনাথপুরে পাঠাগার সম্মেলন
পাঠাগারকে গণমানুষের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে পাবনার কাশীনাথপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পাঠাগার সম্মেলন। ১৭ জুন (শনিবার), ২০২৩ সকাল ১০টায় কাশীনাথপুর ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। সিদীপের সহায়তায় মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার ও প্রয়াস পাঠাগার এ সম্মেলন আয়োজন করে।
সম্মেলনে বক্তারা বলেছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে পাবনা জেলার পাঠাগারগুলোর মধ্যে সেতুবন্ধ রচিত হলো। দেশকে এগিয়ে নিতে, জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়তে নতুন প্রজন্মকে পাঠাগারমুখী করার বিকল্প নেই বলে তারা অভিমত ব্যক্ত করেন। পাবনা জেলার বিভিন্ন অঞ্চল থেকে ২০টি পাঠাগারের প্রতিনিধিগণ এ সম্মেলনে অংশ নেন।
সম্মেলনের শুরুতে প্রয়াস পাঠাগারের সভাপতি অধ্যাপক মফিদুল হোসেন শাহীনের সভাপতিত্বে ও অধ্যাপক মাহবুব হোসেনের সঞ্চালনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এলাকার পাঠাগারযোদ্ধা উত্তরণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা জ্ঞানের ফেরিওয়ালা খ্যাত এমএল নজরুল ইসলামকে সম্মাননা পদক প্রদানের মাধ্যমে বিকেলে পাঠাগার সম্মেলনের সমাপ্ত ঘোষণা করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মেলন সমাপ্ত হয়।