সিদীপের বার্ষিক প্রোগ্রাম মিটিং ২০২৩
কুষ্টিয়ার ‘দিশা টার্কে’ গত ২৯ থেকে ৩১ জুলাই, ২০২৩ অনুষ্ঠিত হয়েছে সিদীপের বার্ষিক প্রোগ্রাম মিটিং। সিদীপের সকল ডিস্ট্রিক্ট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কগণ, সকল বিভাগ প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এতে অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দিশা’র নির্বাহী পরিচালক জনাব মো. রবিউল ইসলাম এবং সহ-নির্বাহী পরিচালক ও সিদীপের পরিচালনা পর্ষদের সর্বকনিষ্ঠ সদস্য জনাব নাজমুস সালেহিন নয়ন প্রথম দিনের নৈশভোজে শরিক হয়ে সিদীপের কর্মকর্তাগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই মিটিং-এ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং তিনজন সদস্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিদীপ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব ফজলুল বারি, ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া, সদস্য অধ্যাপক মাজেদা হুসেইন চৌধুরী, সদস্য জনাব মাসুদা বানু ফারুক রত্না এবং সদস্য জনাব ফাহমিদা করিম। উদ্বোধনী বক্তব্য রাখেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, ‘সফলতা আমাদের অনেক আছে। তার পাশাপাশি কিছু ব্যর্থতা রয়েছে। ব্যর্থতাকে আমরা ইতিবাচকভাবে নিয়ে প্রতিটি ব্যর্থতাকে আগামীতে সফলতায় রূপ দিতে হবে। আমরা বিগত বছরের ভুলত্রুটি শুদ্ধ করে চলতি বছর শুরু করি তাহলে এ অর্থবছরটি আমাদের জন্য বয়ে আনতে পারে আনন্দবার্তা। এ প্রোগ্রাম মিটিং-এ বিগত অর্থবছরের সফলতাগুলো যেমন তুলে ধরা হয়, তেমনি কোন কোন ক্ষেত্রে আরো ভালো করার সুযোগ ছিল তার চুলচেরা বিশ্লেষণ করে স্লাইড প্রোজেকশনের মাধ্যমে তুলে ধরা হয়। অন্যদিকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধাপগুলো তুলে ধরে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। আগামী অর্থবছরের বৈশ্বিক অর্থনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে পরিকল্পনার সফল বাস্তবায়নের দিকনির্দেশনা প্রদান করা হয়। সেরা জোন, সেরা এরিয়া এবং সেরা শাখাগুলোর কাজের মূল্যায়নের ভিত্তিতে সনদ প্রদানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হয়। জনাব ইব্রাহিম মিঞা (জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব এইচআর অ্যান্ড ওডি অ্যান্ড অ্যামিনিস্ট্রেশন)‘পিপলস ফার্স্ট’সহ সিদীপের গৃহীত বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করেন। পরিচালক প্রোগ্রাম জনাব এ. কে. এম. হাবিব উল্লাহ আজাদের সার্বিক তত্ত্বাবধানে হেড অব মাইক্রোফিন্যান্স জনাব সজীবুর রহমান মিটিংটি সঞ্চালন করেন। এই মিটিং-এ বিভাগ প্রধানগণ এবং পরিচালক ফিন্যান্স অ্যান্ড ডিজিটাইজেশন জনাব এস. এ. আহাদ তাদের মূল্যবান ফিডব্যাকসহ মতামত প্রদান করেন।
সবশেষে সিদীপ পরিচালনা পর্ষদের মান্যবর চেয়ারম্যান জনাব ফজলুল বারি কিছু পরামর্শ প্রদান করে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করে মিটিংটির সমাপ্তি ঘোষণা করেন।