সিদীপে যথাযথ মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) ০৫ আগস্ট, ২০২৩ যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে। এদিন সিদীপের প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের সব শাখায় দৃশ্যমান স্থানে এ বিষয়ক ব্যানার প্রদর্শন করা হয়। সিদীপের ওয়েবসাইটেও ল্যান্ডিং ব্যানার হিসেবে এটি ব্যবহার করা হয়।

                 

এ উপলক্ষে ০৩ আগস্ট সিদীপের প্রধান কার্যালয় ‘সিদীপ ভবনে’ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং তার জীবনী নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সিদীপ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা জুমে অংশ নেন। এ সভায় শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করেন সিদীপ পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া।

                                         

০৫ আগস্ট সিদীপের একটি প্রতিনিধি দল ধানমণ্ডিস্থ আবাহনী মাঠে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইসচেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্ এবং কয়েকজন র্শীষস্থানীয় কর্মকর্তা সিদীপ প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন। সিদীপের মাঠ পর্যায়ের সকল শাখায় এ উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করা হয় এবং মাঠ পর্যায়ের সিদীপকর্মীগণ স্থানীয় প্রশাসন নির্দেশিত বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা ও স্মৃতিচারণসভায় অংশ নেন। এ উপলক্ষে সিদীপের প্রধান কার্যালয়ে এক টেবিলটেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়।