সিদীপে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) মাসব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। শোকের মাস আগস্টের প্রথম দিন থেকেই সিদীপের প্রধান কার্যালয় এবং শাখা অফিসসমূহে সিদীপকর্মিগণ কালো ব্যাজ ধারণ করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে প্রধান কার্যালয় এবং শাখা অফিসসমূহে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা অর্নমিত রাখা হয়। ১৪ আগস্ট সংস্থার নির্বাহী পরিচালকের উপস্থিতিতে বঙ্গবন্ধুর স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবিতা পাঠ, আলোচনা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া।  ১৫ আগস্ট সিদীপের নির্বাহী পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে। মাঠ পর্যায়ের সকল শাখার কর্মিগণ স্থানীয় প্রশাসন নির্দেশিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং স্থানীয় প্রশাসন আয়োজিত শোকসভায় অংশ নেন। সিদীপের স্বাস্থ্যসেবা কর্মসূচির পক্ষ থেকে এ উপলক্ষে মাসব্যাপী বিনামূল্যে স্বাস্থসেবা প্রদান করা হয়। সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির সব শিক্ষাকেন্দ্রে শিশুদের কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং শাখা অফিসসমূহে আয়োজিত আলোচনা সভা শেষে তাদের পুরস্কৃত করা হয়। আলোচনা সভা শেষে শাখাসমূহে দোয়া মাহফিলও আয়োজন করা হয়। মাসব্যাপী  সিদীপের সব শাখায় বৃক্ষরোপণ করা হয় এবং সমিতি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মাসব্যাপী সিদীপের প্রধান কার্যালয় এবং শাখা অফিসসমূহের দৃশ্যমান জায়গায় শোক দিবসের ব্যানার প্রদর্শন করা হয়। সিদীপের ওয়েবসাইটে এ উপলক্ষে ব্যানার প্রদর্শনের পাশাপাশি বিশেষ সংবাদ পরিবেশন করা হয়।