সিদীপে চিকিৎসা কর্মকর্তার বিদায় অনুষ্ঠান
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেসের (সিদীপ) একটি ঐতিহ্য। তারই ধারাবাহিকতায় ২১ আগস্ট, ২০২৩ বেলা এগারোটায় প্রধান কার্যালয় সিদীপ ভবনের সভাকক্ষে অবসরপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা ডা.এ. কে. এম আব্দুল কাইয়ুমকে এক বিদায় সংবর্ধনা দেয়া হয়। তিনি সিদীপ স্বাস্থ্যসেবা কর্মসূচির ডিজিএম (হেল্থ) হিসেবে কর্মরত ছিলেন। এ অনুষ্ঠানে কয়েকজন কর্মকর্তা কৃতজ্ঞতার সঙ্গে তার কর্মজীবনের অবদান স্মরণ করে বক্তব্য রাখেন। সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা এবং শীর্ষ কর্মকর্তাগণ তার হাতে পুষ্পস্তবক ও ক্রেস্ট তুলে দেন। নির্বাহী পরিচালক তার বক্তব্যে সিদীপ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে তার সনিষ্ঠ দায়িত্ব পালন এবং ব্যক্তিগতভাবে গৃহীত স্বাস্থসেবার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডা. এ. কে. এম আব্দুল কাইয়ুম তার বিদায়ী বক্তব্যে সিদীপ এবং সিদীপে তার এতোদিনের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।