তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম মোহাম্মদ ইয়াহিয়াকে স্মরণ করল সিদীপ পরিবার
২২ আগস্ট, ২০২৩ ছিল সিদীপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম মোহাম্মদ ইয়াহিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী। সিদীপ পরিবারের সকল সদস্য বিনম্র শ্রদ্ধায় নানা আয়োজনের মাধ্যমে এদিন তাকে স্মরণ করেছেন। এদিন পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। সকাল ১১টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবর জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সিদীপ পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল বারি, ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া এবং সিদীপ প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিগণ এতে অংশ নেন। এরপর দুস্থদের মাঝে খাবার এবং মশারি বিতরণ করা হয়।
বিকেল সাড়ে তিনটায় সিদীপ ভবনের সভাকক্ষে তাঁর স্মৃতিচারণ, তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, তাঁর কাব্যগ্রন্থ থেকে তার কবিতা আবৃত্তি এবং তাঁর স্মৃতিচারণ করা হয়। সিদীপের কর্মকর্তাগণ ছাড়াও তাঁর স্মৃতিতর্পণ করেন সিদীপ পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং তার বড় ভাই জনাব ফজলুল বারি, ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া এবং সিদীপ সাধারণ পরিষদের সদস্য ড. নার্গিস ইসলাম। এরপর তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ উপলক্ষে প্রধান কার্যালয়ের স্থায়ী/অস্থায়ী (নিয়মিত) সহকর্মিগণ মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারের জন্য কমপক্ষে একটি করে বই দান করেন। সিদীপের প্রতিটি শাখায় তাঁর স্মৃতিচারণ, মাগফিরাত ও দোয়ার আয়োজন করা হয়; প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং সকল সহকর্মী মোহাম্মদ ইয়াহিয়া মুক্ত পাঠাগারের জন্য বই দান করেন।