সিদীপের আয়োজনে দিনব্যাপী পানি উন্নয়ন ব্যবস্থাপনা ও স্যানিটেশনের ওপর দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ
গত ২৬ আগস্ট, ২০২৩ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) কুমিল্লার ব্র্যাক লার্নিং সেন্টারে পানি উন্নয়ন ব্যবস্থাপনা ও স্যানিটেশনের ওপর দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণ কর্মসূচির সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (পিএমইউ)। ওয়াশ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ফিল্ড অফিসার এবং স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জনাব মো. আবদুল মতিন, মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও সমন্বয়কারী, বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প, পিকেএসএফ; বিশেষ অতিথি ছিলেন জনাব মো. আশরাফুল হক, উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম), পিকেএসএফ । এতে সভাপতিত্ব করেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা।