বীমা ও আর্থিক খাতে রূপান্তরমূলক পরিবর্তনের লক্ষ্যে ৭টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক
বাংলাদেশের ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা গড়ে তোলার লক্ষ্যে জলবায়ু ঝুঁকি সুরক্ষা অর্থায়ন কর্মসূচির আওতায় ১৭ সেপ্টেম্বর, ২০২৩ বীমা খাতে রূপান্তরমূলক পরিবর্তন আনার উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় সাতটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সঙ্গে কে. এম. দস্তুর অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
রাজধানীর গুলশান-২-এর হোটেল সিক্স সিজনে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের (পদক্ষেপ) নির্বাহী পরিচালক জনাব মো. সালেহ বিন শামস, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেসের (সিদীপ) নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জনাব মো. রবিউল ইসলাম, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসেসের (এসএসএস) পরিচালক ও মানবসম্পদ ও অ্যাডমিন প্রধান জনাব মাহবুবুল হক ভূঁইয়া, পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) নির্বাহী পরিচালক জনাব মুর্শেদ আলম সরকার, কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব এম. রেজাউল করিম চৌধুরী এবং অ্যাসোসিয়েশন ফর পিপলস ডেভেলপমেন্ট স্ট্রিম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম খান। এ সময় আরেনা উপস্থিত ছিলেন কে. এম. দস্তুর অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড এবং সমঝোতা স্মারক স্বাক্ষরকারী সাতটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ।