সিদীপের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্য অর্জনের অঙ্গীকার
সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেসের (সিদীপ) ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ২৫ সেপ্টেম্বর, ২০২৩ । সিদীপ ভবনের সম্মেলনকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এ সভা শুরু হয়। সিদীপ পরিচালনা পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যগণ এবং সিদীপের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ এবং কয়েকজন আমন্ত্রিত অতিথি এ সভায় অংশ নেন। বিদেশে থাকার কারণে বা অন্য কোনো কারণে পরিচালনা পরিষদ ও সাধারণ পরিষদের যে সদস্যগণ সশরীরে অংশ নিতে পারেননি তারা অনলাইনে এ সভায় অংশ নেন। সিদীপ পরিচালনা পরিষদের সভাপতি জনাব ফজলুল বারির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। সভার কার্যক্রম শুরুর আগে বিগত অর্থবছরে প্রয়াত সিদীপ পরিবারের সদস্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান (সিদীপ সাধারণ পরিষদ সদস্য), মো. দেলোয়ার হোসেন (ফিল্ড অফিসার) এবং বেলায়েত হোসেনকে (ফিল্ড অফিসার) গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিদীপের জেনারেল ম্য্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জনাব এ. কে. এম. শামসুর রহমান। এরপর সিদীপ পরিচালনা পরিষদের সভাপতি জনাব ফজলুল বারি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু করেন। তিনি তার বক্তব্যে গত অর্থবছরে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের জন্য টিম সিদীপকে ধন্যবাদ জানান এবং বর্তমান অর্থবছরের সমস্যাসমূহ উতরে সম্ভাবনাগুলো অর্জনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। এরপর পরিচালনা পরিষদের সচিব এবং সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং তা অনুমোদিত হয়। তার বক্তব্য শেষে ২০২২-২০২৩ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেন জনাব এস. এ. আহাদ, পরিচালক-ফিন্যান্স অ্যান্ড ডিজিটাইজেশন। এটি অনুমোনের পর ২০২৩-২০২৪ সালের কর্ম-পরিকল্পনা ও বাজেট পেশ করেন সিদীপের জেনারেল ম্য্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জনাব এ. কে. এম. শামসুর রহমান এবং তা চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এরপর আগামী অর্থবছরের জন্য নিরীক্ষক হিসেবে আতা খান অ্যান্ড কোম্পানির নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। এ পর্যায়ে ডা. তাসনিম আহমেদকে সাধারণ পরিষদের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলে সবাই তাকে স্বাগত জানান। এরপর বিগত পরিচালনা পরিষদের তিন বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন পরিচালনা পরিষদ নির্বাচন করা হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির প্রশিক্ষণ বিশেষজ্ঞ (নায়েম) অধ্যাপক শাহিদা আফরোজ। এ নির্বাচন শেষে বিবিধ আলোচনায় অংশ নেন পরিচালনা ও সাধারণ পরিষদের কয়েকজন সদস্য। এই আলোচনা শেষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্ডের সাবেক পরিচালক জনাব নুরুন নাহার বেগম। এরপর সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা তার সার্বিক পর্যালোচনায় কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি এবং এ সময়ের দেশি ও আন্তর্জাতিক পরিস্থিতর আলোকে বক্তব্য রেখে আগামী বছরের চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্য অর্জনের অঙ্গীকার করেন। সবশেষে সমাপনী বক্তব্য রেখে সভার সমাপ্তি ঘোষণা করেন পরিচালনা পরিষদের চেয়াম্যোন জনাব ফজলুল বারি।