সিদীপের ভ্যালু চেইন প্রোজেক্ট ও মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার পরিদর্শনে পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল কাদের
১২ অক্টোবর, ২০২৩ আশুলিয়া শাখায় পিকেএসএফ-এর পেইজ প্রকল্পের আওতায় সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস-এর ( সিদীপ ) ভ্যালু চেইন প্রকল্প এবং মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার পরিদর্শন করেন পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ফজলুল কাদের। এ সময় তার সঙ্গে ছিলেন পিকেএসএফ-এর সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও পেইস প্রকল্পের সমন্বয়কারী জনাব মো. হাবিবুর রহমান এবং পিকেএসএফ-এর ভ্যালু চেইন প্রকল্প সুপারভাইজার এবং ডেপুটি টিম লিডার জনাব এস. এম. ফারুক-উল-আলম, পিএইচডি। অতিথিগণ আশুলিয়া এসে পৌঁছলে সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির ক্ষুদে শিক্ষার্থীরা তাদের নিজহাতে আাঁকা ছবি উপহার দিয়ে বরণ করে নেয় এবং ফুলের তোড়া দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এ সময় সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা এবং শীর্ষ কর্মকর্তাগণ অতিথিদের অভ্যর্থনা জানান।
সিদীপের ভ্যালু চেইন প্রকল্প মূলত কাঁঠাল ও অন্যান্য ফল শুষ্ককরণ ও প্রক্রিয়াজাতকরণ প্রকল্প। বর্তমানে সিদীপের এ প্রকল্পে কাঁঠালের বার্গার ও কাঁঠালের চিকেন বার্গার, কাঁঠালের নাগেটস, কাঁঠালের রোলস, কাঁঠালের মিকশ্চার বল, কাঁঠালের পাঁকুড়া, কাঁঠালের আচার, কাঁঠালের চিপস, ড্রাই কাঁঠাল, ড্রাই আনারস, ড্রাই বাঁধাকপি, ড্রাই ফুলকপি, ড্রাই টমেটো, ড্রাই আলু, ড্রাই গাজর, ড্রাই আম ও ড্রাই পিঁয়েজ।
সবশেষে জনাব মোঃ ফজলুল কাদের দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজে স্থাপিত মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার পরিদর্শন করেন। তিনি এই পাঠাগার প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং কিছু সুচিন্তিত পরামর্শ দেন।