জাতীয় পরিচয়পত্র যাচাই বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করলো সিদীপ
১৮ অক্টোবর, ২০২৩ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরটির (এমআরএ) উদ্যোগে মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমশেন ব্যুরো (MF-CIB) জন্য জাতীয় পরচিয়পত্র যাচাই বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়, এমআরএ কনফারন্সে রুমে। উক্ত চুক্তি স্বাক্ষর কার্যক্রমে দেশের র্শীষ ৫০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এই চুক্তিপত্রে স্বাক্ষর করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএ -এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্। এমআরএ-এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন এমআরএ-এর নির্বাহী পরিচালক জনাব মুহাম্মদ মাজেদুল হক এবং র্শীষস্থানীয় ৫০ টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্ব স্ব প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মহোদয়গণ । সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমআরএ-এর পরিচালক, উপপরিচালক এবং শীর্ষ ৫০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের এমআরএ ও এমএফ-সিআইবি’র ফোকাল পারসনগণ ।