সিদীপে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

১৮ অক্টোবর, ২০২৩ ছিল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন। এদিন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেসের ( সিদীপ) প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের শাখাগুলোতে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালন করা হয়। এ উপলক্ষে সিদীপের শাখা অফিসসমূহে এবং প্রধান কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতি স্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  বিকেল সাড়ে চারটায় সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদার নেতৃত্বে সিদীপের প্রধান কার্যালয় ‘সিদীপ ভবনে’ স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সিদীপের শীর্ষ কর্মকর্তাগণসহ প্রধান কার্যালয়ের সকলে এ সময় উপস্থিত ছিলেন। এরপর সম্মেলন কক্ষে শেখ রাসেলের জীবনের ওপর এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান কার্যালয় থেকে দুস্থ, দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।  এ উপলক্ষে সিদীপের সব শাখা অফিসে শেখ রাসেলের প্রতিকৃতি স্থাপন করা হয়। সিদীপের প্রতিটি শাখার কর্মিগণ স্থানীয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নেন এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিনের সুবিধাজনক সময়ে শাখাগুলোতে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।  এ ছাড়া সিদীপের শিক্ষা সহায়তা কর্মসূচির সব শিক্ষাকেন্দ্রে শিক্ষিকাগণ প্রধান কার্যালয় থেকে পাঠানো শেখ রাসেলের জীবনের ওপর রচিত নিবন্ধ পড়ে শোনান এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেন। সিদীপ পরিচালিত কৈশোর কর্মসূচির কিশোর ও কিশোরী ক্লাবগুলোতে এবং সমৃদ্ধি কর্মসূচির শিক্ষাকেন্দ্রে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও চিত্রাঙ্কন পরিচালনা করা হয়।