সিদীপের মঙ্গলযাত্রা এবার নিঝুম দ্বীপে লবণাক্ত পানিভিত্তিক চাষাবাদ প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা ক্যাম্প
জন্মলগ্ন থেকেই সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) তার কর্ম-এলাকার মানুষের সার্বিক উন্নয়ন এবং নানামুখী মাঙ্গলিক প্রয়াস চালিয়ে আসছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আর্সেনিককবলিত প্রত্যন্ত দুটি গ্রাম নরসিংহপুর ও ফতেহপুর গ্রামের মানুষের জন্য জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তর ও ইউনিসেফের কারিগরি ও আর্থিক সহায়তায় বিশূদ্ধ পানি সরবরাহের যে ব্যবস্থা করে দিয়েছিলো তা এখনো বিদ্যমান। সেই দুই গ্রামের মানুষ এখনো সিদীপের প্রতি কৃতজ্ঞ । এরপর দেশ ও মানুষের কল্যাণে একের পর এক উদ্যোগ গ্রহণ করে চলেছে সিদীপ। তারই ধারাবাহিকতায় সিদীপের মঙ্গলযাত্রা এখন বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপে।
"জলবায়ু পরিবর্তনের অধীনে নিঝুম দ্বীপ ইউনিয়নে লবণাক্ত পানির অবক্ষয় মোকাবেলায় অভিযোজন কৌশলের মাধ্যমে স্থানীয়দের স্থিতিস্থাপকতা গড়ে তোলা" শীর্ষক সিদীপের এ প্রকল্পটি বাংলাদেশে কানাডার হাই কমিশনের অর্থায়নে পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, ‘কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস’ (সিএফএলআই) সরকারী উন্নয়ন সহায়তার (ওডিএ) জন্য যোগ্য ১২০ টিরও বেশি দেশে ছোট-স্কেল, উচ্চ-প্রভাবিত প্রকল্পগুলোর জন্য পরিমিত তহবিল সরবরাহ করে থাকে।
প্রকল্পের প্রথম কর্মকান্ড হিসেবে গত ৩০ অক্টোবর থেকে লবণাক্ত পানিভিত্তিক তিনদিনব্যাপী চাষাবাদ প্রশিক্ষণে স্থানীয় ২০ জন কৃষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন এবং সিদীপের দুইজন কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বিবেচনায় রেখে উপকূলীয় এলাকার মানুষের লোনাপানির আধুনিক কৃষি ও দুর্যোগ মোকাবেলার শিক্ষা তাদের জীবনধারার মানকে বদলে দিতে সক্ষম। এর পরিপ্রেক্ষিতে সিদীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রশিক্ষণের মাধ্যমে কৃষিক্ষেত্রে লবণাক্ত পানির ব্যবহার, দুর্যোগ ব্যবস্থাপনা ও লবণাক্ত পানির প্রভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেপ্টেম্বর, ২০২৩ থেকে ১৮ মাসব্যাপী এই প্রকল্পে কাজ শুরু করেছে।