বিশ্ব ডায়াবেটিস দিবসে সিদীপের বিশেষ স্বাস্থ্যসেবা

বিশ্ব ডায়াবেটিস দিবসে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) বিশেষ স্বাস্থ্যসেবার আয়োজন করেছিল।  ১৪ নভেম্বর সারা বিশ্বে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। রোগটি ব্যাপকভাবে বাড়তে থাকায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে দিনটিকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হয়। সিদীপও তার কর্ম-এলাকায় এ রোগটি প্রতিরোধে বরাবর নানা রকমের জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে থাকে।  এবারও তার ব্যতিক্রম হয়নি। কর্ম-এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আয়োজন করেছিল বিশেষ স্বাস্খ্যসেবা। এদিন সিদীপের মাঠ পর্যায়ের ফিল্ড স্ট্যাটিক এবং ব্রাঞ্চ স্ট্যাটিক পর্যায়ে সচেতনতামূলক ব্যানার  প্রদর্শন করা হয়; দিনটির শুরুতেই শাখা অফিসসমূহের সহকর্মীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এরপর কর্ম এলাকার জনসাধারণের সামনে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়; ডায়াবেটিস কী, কাদের হয়, কেন হয়, এর লক্ষণ ও উপসর্গ কী, কিভাবে রোগটি শনাক্ত করা যায়, এর জটিলতা ও ভয়াবহতা এবং কিভাবে এ রোগ প্রতিরোধ করা যায় এসব ব্যাপারে তাদের সচেতন করা হয়।