জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় কানাডিয়ান হাই কমিশন আয়োজিত ওয়ার্কশপে সিদীপের প্রকল্প অগ্রগতি উপস্থাপন

জলবায়ুর বিরূপ প্রভাব এখন অন্যতম বৈশ্বিক সমস্যা। এই প্রভাব মোকাবিলা করে বাংলাদেশের সার্বিক অগ্রগতির অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশস্থ কানাডিয়ান হাই কমিশন ‘কানাডা ফান্ড ফর লোকাল ইনিসিয়েটিভ’-এর আওতায় বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার প্রত্যন্ত নিঝুম দ্বীপে তেমনই একটি প্রকল্প বাস্তবায়ন করছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)।

      

গত ১৫ই নভেম্বর, ২০২৩, এ প্রকল্পের আওতায় অংশীদারী সংস্থাসমূহকে নিয়ে কানাডিয়ান হাই কমিশনে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্কশপে সিদীপ ছাড়াও উন্নয়ন সংস্থা ডিএসকে, জাগো নারী উন্নয়ন সংস্থা, এসইএন এবং টাউংঙ্গা সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে বাংলাদেশে কানাডার হাই কমিশনার জনাব লিলি নিকোলস উপস্থিত থেকে প্রতিটি সংস্থার প্রকল্প সম্পর্কিত উপস্থাপন উপভোগ করেন এবং এ ব্যাপারে মতবিনিময় করে সুচিন্তিত পরামর্শ দেন। সিদীপ-এর প্রতিনিধি হয়ে এই ওয়ার্কশপে প্রকল্পের ফোকাল পয়েন্ট জনাব মাহবুবুর রশীদ অরিস এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মোঃ আবু খালেদ অংশগ্রহণ করেন। কানাডিয়ান হাই কমিশনের পক্ষ থেকে এই ওয়ার্কশপের মডারেশনে ছিলেন সিএফএলআই প্রকল্প কোওর্ডিনেটর, সেকেন্ড সেক্রেটারি (পলিটিকাল) এবং সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স- কমিউনিকেশনস অ্যাডভাইজার।