আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে সিদীপের অংশগ্রহণ

দুর্নীতিমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ United Nations Convention Against Corruption (UNCAC)-এর আলোকে প্রতিবছর সারাবিশ্বে ডিসেম্বর মাসের  ৯ তারিখে পালন করা হয় ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস'। বাংলাদেশেও দিবসটি খুব গুরুত্বের সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সারাদেশে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছিল। এ দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’।  সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) মাঠ পর্যায়ের কর্ম-এলাকার স্থানীয় প্রশাসন আয়োজিত মানববন্ধন ও আলোচনাসভায় অংশ নেয়।  এ দিবসের প্রতিপাদ্য বিষয় লেখা ব্যানার নিয়ে সিদীপকর্মিগণ এসব মানববন্ধন ও আলোচনা সভায় অংশ নিয়ে দুর্নীতি প্ররোধের অঙ্গীকার করেন।